।। শর্মিলা মিত্র ।।
আজকের সংযুক্ত মোর্চার ব্রিগেডে যেন অপেক্ষা ছিল তাঁরই। বাম-কংগ্রেসের নেতৃত্ব সকলেই উপস্থিত থাকলেও মঞ্চে তিনি উপস্থিত হতেই উঠল শব্দের গর্জন। তিনি আর কেউ নন তিনি ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকী। প্রথমেই 'অ্যাটাকিং মোডে' তাঁর বক্তব্য শুরু করেন আব্বাস সিদ্দিকী। বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে তীক্ষ্ণ আক্রমণের পাশাপাশি রক্ত দিয়ে মাতৃভূমিকে স্বাধীন করারও হুঙ্কার দেন আব্বাস সিদ্দিকী।
তিনি বলেন, 'আগামী নির্বাচনে যেখানে যেখানে বাম শরিক দল প্রার্থী দেবে সেখানে মাতৃভূমিকে রক্ত দিয়ে হলেও আমরা স্বাধীন করব।'
এই বিষয়ে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারকে প্রশ্ন করা হলে প্রথম কলকাতাকে জয়প্রকাশ মজুমদার বলেন, 'আজকে যারা মাতৃভূমিকে স্বাধীন করার কথা বলছেন তারাতো মানসিকভাবে বুঝে বলেই দিচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাদের কোনো তফাত নেই।